চালক-মাস্টারের জামিন বাতিলের প্রতিবাদে নৌযান শ্রমিকদের কর্মবিরতি

‘জামিন যোগ্য মামলায়’ অ্যাডভেঞ্চার-১ ও  অ্যাডভেঞ্চার-৯ জাহাজ দুর্ঘটনায় লঞ্চের চালক দুলাল ও রুহুল মাস্টারের জামিন বাতিলের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা।

সোমবার (২৫ জানুয়ারি) বেলা ২টা থেকে রাজধানীর সদরঘাটে এই কর্মবিরতি পালন শুরু হয়।

জানতে চাইলে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জামিনযোগ্য ধারার মামলায়  আমাদের দুই জন শ্রমিকের জামিন বাতিল করে তাদের জেলে পাঠানো হয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা দুপুরের পর থেকে কাজ বন্ধ করে দিয়েছেন। তবে আমরা এখনও কোনও ধর্মঘট ডাকিনি। শ্রমিকরা আমাদের জানিয়েছেন, গ্রেফতার শ্রমিকদের জামিন না দেওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না।’