সালাম না দেওয়ায় কিশোর হাসানকে খুন করা হয়

সিনিয়রকে সালাম না দেওয়ায় রাজধানীর মুগদার মান্ডায় হাসান মিয়াকে (১৬) ব্যান্ডেজ নামে একটি কিশোর গ্যাং গ্রুপ খুন করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) খিলগাঁও জোনাল টিম খুনের সঙ্গে জড়িত ওই গ্রুপের সাত সদস্যকে গ্রেফতার করেছে। 

ডিবির খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার শাহিদুর রহমান সোমবার (১৫ ফেব্রুয়ারি)  এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো, তানভীর (১৬), রাতুল (১৬), ফাহিম (১৬), রতন (১৭), রিয়াদ (১৬), নিশাত (১৬) ও  আবু বক্কর সিদ্দিক (১৭)।

তিনি বলেন, ‘মূলত সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ব্যান্ডেজ গ্রুপের সদস্যরা হাসান মিয়াকে খুন করে।  সালাম না দেওয়াকে কেন্দ্র করে এই দ্বন্দ্বের শুরু হয়।’

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে হাসানকে খুন করা হয়। সে একটি প্রিন্টিং প্রেসের কর্মচারী ছিল। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভারারা গ্রামে তার বাড়ি। মান্ডা পরিবারের সঙ্গে থাকতো সে। তিন ভাই এক বোনের মধ্যে সে তৃতীয়।

হাসানের বড় ভাই হাবিবের অভিযোগ, মান্ডার লেক তুষার শাহ আলমের গলিতে ৮/১০ জন মিলে তার ভাই হাসানকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার দিন বেলাল নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়।