১৫ আগস্ট নিয়ে বিরূপ মন্তব্য: আসামিকে জামিন দেননি হাইকোর্ট

জাতীয় শোক দিবস ১৫ আগস্ট নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আসামি হাকিম মো. লোকমান হোসেনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে হাইকোর্টে তার জামিন মিললো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

লোকমানের জামিন আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম।

এর আগে ২০২০ সালে জাতীয় শোক দিবস ১৫ আগস্ট নিয়ে কুষ্টিয়ার হাকিম মো. লোকমান হোসেন নামের এক ব্যক্তি ফেসবুকে বিরূপ মন্তব্য করেন। পরে তার বিরুদ্ধে একই বছরের ২০ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন কালাম শেখ নামে অপর এক ব্যক্তি। মামলার পর ওইদিনই লোকমানকে গ্রেফতার করে পুলিশ।

এরপর লোকমান জামিন চেয়ে বিচারিক আদালতে আবেদন জানান। তবে সে আবেদন খারিজ হওয়ায় জামিন চেয়ে লোকমান হাইকোর্টে আবেদন করেন। আজ সেটিও খারিজ হয়ে গেলো।