পর্বতারোহী রত্নাকে গাড়িচাপায় হত্যা: চার্জ গঠন পেছালো

রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়িচাপা দিয়ে হত্যার মামলায় আসামি এস এম দারুস সালামের বিরুদ্ধে চার্জ গঠন পেছালো। চার্জ গঠন শুনানির জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৪ ফেব্রুয়ারি )ঢাকা মহানগর বিচারক দেবব্রত বিশ্বাস এর আদালত এ আদেশ দেন।

আজ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু আসামি পক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত বছরের ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন পর্বতারোহী রেশমা নাহার রত্না। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রত্নার দুলাভাই মো. মনিরুজ্জামান মামলা করেন। 

২৬ আগস্ট রাজধানীর শাহজাহানপুর থেকে ওই মাইক্রোবাসের চালক আসামি এস এম দারুস সালামকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় একটি টয়োটা মাইক্রোবাসও জব্দ করা হয়। এই গাড়ির মালিকও তিনি। গত ২৮ ডিসেম্বর এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে অভিযুক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ।

আরও পড়ুন-

পর্বতারোহী রেশমা রাজধানীতে প্রাইভেটকার চাপায় নিহত

রত্নাকে গাড়িচাপা দেওয়া চালকের বিরুদ্ধে চার্জশিট দাখিল