ক্যাম্পাসে পুলিশের গাড়ি দেখলে আগুন ধরিয়ে দেবেন: নুর

এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের গাড়ি দেখলে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশ দেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

সোমবার (১ মার্চ) বিকাল সোয়া চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্যের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, লেখক মুশতাক হত্যার সুষ্ঠু তদন্ত, ক্যাম্পাস থেকে আটককৃত ছাত্রদের মুক্তি ও ক্যাম্পাসে পুলিশি হয়রানি বন্ধের দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে এ নির্দেশ দেন।

নুরুল হক নুর বলেন, এখানে পুলিশের গাড়ি রয়েছে। আমি আমার ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, পরবর্তীতে এখানে পুলিশের গাড়ি দেখলে আগুন ধরিয়ে দেবেন। হুকুমের আসামি আমি হবো। পুলিশ কেন এখানে থাকবে? এটা কী ক্যান্টনমেন্ট? অন্যায় যখন নিয়ম হয়ে দাঁড়ায়, প্রতিরোধ তখন কর্তব্য।

সমাবেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, দীর্ঘ নয় মাস ধরে আটক থাকা অবস্থায় একজন লেখককে কারাগার মৃত্যুবরণ করতে হয়েছে। এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য লজ্জার। এই সরকার আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চায়। অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে এবং লেখক মুশতাক হত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ঢাবি সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকরাম হোসাইনসহ আরও অনেকে।

সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা।