বিআরটি প্রকল্পের গার্ডার ধসে আহত ৩

বিমানবন্দরের সামনের সড়কে বাস র‌্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের গার্ডার ধসে আহত ৩ ধসে দুই চীনা প্রকৌশলসহ তিন জন শ্রমিক আহত হয়েছেন। রবিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঘটে এ ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে।

ভেঙে পড়া গার্ডার

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বিআরটি প্রকল্পের গার্ডার ধসে পড়েছে। এতে দু’জন চীনের নাগরিক এবং একজন দেশীয় শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের নাম এখনও জানা যায়নি।

একই তথ্য জানিয়েছেন ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা নাজমা আক্তার। তিনা বলেন, ‘সকাল ১০টা ৩৫ মিনিটে আমরা খবর পাই। ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট পৌঁছেছে। তারা ৩ জনকে উদ্ধার করেছে আহত অবস্থায়। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।’ এ ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

ভেঙে পড়া গার্ডার