হরতাল সমর্থনে হেফাজতের মিছিল

হরতাল সমর্থনে রবিবার (২৮ মার্চ) রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে হেফাজতের নেতাকর্মীরা। সকাল থেকেই রাজধানীর চিটাগাং রোড, মোহাম্মদপুর, উত্তরা, লালবাগ,  কামরাঙ্গীরচরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে মিছিল বের করতে দেখা গেছে।

হেফাজতের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকের নেতৃত্বে সকালে মোহাম্মদপুর এলাকায় মিছিল বের হয়। এসব তারা সেখানে সড়ক অবরোধ করে অবস্থান নেয়।

মোহাম্মাদপুরে হেফাজতের মিছিল

সেখানে বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ঢাকা মহানগর হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন প্রমুখ।

সকালে লালবাগ মাদ্রাসার ছাত্ররাও হরতালের সমর্থনে মিছিল বের করে। কামরাঙ্গীরচরেও মিছিল বের করে মাদ্রাসার শিক্ষার্থীরা।

কামরাঙ্গীচরে হেফাজতের মিছিল

চিটাগাং রোডে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সরড়ক অবরোধ করে হেফাজতের কর্মীরা। আশপাশের মাদ্রাসার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে মিছিলও করেছে সেখানে।

চিটাগাং রোড

মোদিবিরোধী আন্দোলনের সংঘর্ষে পাঁচ হেফাজত কর্মী নিহত হওয়ার ঘটনায় সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজতে ইসলাম। হরতালে সমর্থন দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনসহ বেশ কিছু ইসলামি রাজনৈতিক দল।