ফাঁকা সড়ক, মোড়ে মোড়ে পুলিশ

করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে আরোপ করা ‘সর্বাত্মক বিধিনিষেধ’ দিয়ে আজ বুধবার (১৪ এপ্রিল) থেকে লকডাউন শুরু হয়েছে। লকডাউনের জন্য ১৪-২১ এপ্রিল পর্যন্ত চলাচলের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা থাকবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে যারা বাইরে বের হয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করছে। গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা গেছে খুব বেশি মানুষ রাস্তায় নেই। রাস্তায় যানবাহন নেই বললেই চলে। জরুরি প্রয়োজনেই কিছু মানুষ বাড়ির বাইরে বের হয়েছেন। দেখুন ছবিতে।

শুরু হয়েছে ৭ দিনের লকডাউন, রাস্তা ফাঁকা

শুরু হয়েছে ৭ দিনের লকডাউন, রাস্তা ফাঁকা

শুরু হয়েছে ৭ দিনের লকডাউন

বিজয় সরণীতে এক পথচারীর কার্ড দেখছেন পুলিশ সদস্য

ফাঁকা বিজয় সরণী

পুলিশি জেরার মুখে এক গাড়ি চালক

পুলিশি জেরার মুখে এক গাড়ি চালক

লকডাউনে রাস্তা ফাঁকা

সকালে কাওরান বাজার

সাইেকল চালিয়ে কাজে যাচ্ছে লোকজন

যানবাহন না থাকায় ভ্যানে করে কাজে যাচ্ছে লোকজন

কাওরান বাজার

ছবি: নাসিরুল ইসলাম।