এবারও মাঠে সেই ‘রিয়েল লাইফ হিরো’, সঙ্গে ছাত্রলীগ

জাতিসংঘ থেকে ‘রিয়েল লাইফ হিরো’ উপাধি পাওয়া কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক এবং সাবেক ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত বিগতবারের মতো এবারও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) দিনগত রাতে সেহরিতে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শহীদ মিনার এবং হাইকোর্ট এলাকায় অসহায় মানুষদের খাবার বিতরণ করেন তিনি।

সৈকতের এই উদ্যোগে এবার যুক্ত হয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। এসময় তার সঙ্গে ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এসময় তারা ছিন্নমূল মানুষকে খাবার বিতরণ করেন।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল (বুধবার) থেকে ৭ দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। দেশের এই ক্রান্তিলগ্নে আবারও সাধারণ মানুষের পাশে থাকার কথা জানিয়েছিলেন সৈকত। এই বিধিনিষেধ চলাকালে সৈকতের তত্ত্বাবধানে রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স, বিনামূল্যে শিশুখাদ্য (গুড়া দুধ) পৌঁছে দেওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছিন্নমূল ও ভাসমান মানুষের জন্য খাদ্যের ব্যবস্থা করা হবে।

তানভীর হাসান সৈকত বলেন, মহামারির কারণে জাতি হিসেবে আমরা অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। পরিস্থিতি মোকাবিলায় সরকার লকডাউন ঘোষণার পর জনদুর্ভোগ দূর করতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে। তবে আমরা মনে করি সরকারের একার পক্ষে পরিস্থিতি মোকাবিলা অসম্ভব। সংকটের এই সময়ে এসে সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি ব্যক্তি উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি।

তিনি বলেন, গতবছর লকডাউনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় টানা ১২১ দিন শহরের ছিন্নমূল ভাসমান মানুষদের জন্য দুবেলা খাবারের ব্যবস্থা করেছি আমরা এবং দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি।