কবরীর ফুসফুসে শতভাগ সংক্রমণ ছড়িয়ে পড়েছিল

রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেছেন,  ফুসফুসে শতভাগ করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় মারা যান সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী সারাহ বেগম কবরী।

শনিবার (১৭ এপ্রিল) সকালে অভিনেত্রী কবরীর মৃত্যুর বিষয়ে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান তিনি।

অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, ‘তাকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন তার ফুসফুসের ৬৪ শতাংশ সংক্রমিত ছিল। আমাদের এখানে ভর্তির পর পোর্টেবল এক্স-রে দিয়ে পরীক্ষা করি। এসময় তার ফুসফুসে শতভাগ সংক্রমণ ছড়িয়ে পড়েছিল।’

তিনি বলেন, ‘ফুসফুসে শতভাগ সংক্রমণের ফলেই তার মৃত্যু হয়েছে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় উনি অক্সিজেন মেইনটেইন করতে পারছিলেন না। শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরের পর থেকে ওনার ব্লাড প্রেশার ও হার্ট রেটের পরিবর্তন হতে থাকে। এজন্য আমরা তাকে সব রকম বিশেষায়িত চিকিৎসা দিয়েছি। কিন্তু তারপরও উন্নতি হয়নি। একপর্যায়ে রাত ১২টা ২০ মিনিটে তিনি মারা যান।’

প্রসঙ্গত, ৫ এপ্রিল কবরী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। সেদিন রাতেই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ শয্যা খালি না থাকায় পরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন:

কবরীর মৃত্যু চলচ্চিত্র অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

কবরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কবরীর মৃত্যুতে বিএনপির শোক

ভালো থাকুন কবরী আপা: শা‌কিব খান

কবরীর মৃত্যুতে রাজনীতিকদের শোক

কবরীর মৃত্যুতে বিএনপির শোক

কিংবদন্তি কবরীর প্রস্থানে ফেসবুক দেয়ালে বিষাদের ছায়া