ছাত্র ইউনিয়নের অভিনব মানববন্ধন

শ্রমিকদের ওপর হামলা ও হত্যার বিচারের দাবিতে অভিনব মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। রবিবার (১৮ এপ্রিল) বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতীকী প্রতিবাদ জানায় সংগঠনটি।

সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক রাকিবুল রনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতীকী মানববন্ধনে ৪ দফা দাবি জানায় ছাত্র ইউনিয়ন। এতে চট্টগ্রামে শ্রমিক হত্যার বিচার, লকডাউনে শ্রমজীবী মানুষের ঘরে ঘরে রেশন প্রদান, স্বাস্থ্যখাতে প্রণোদনা ও সরকারি তত্বাবধানে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি এবং শ্রমিক নেতা রুহুল আমিনের মুক্তি দাবি করা হয়েছে।