ভারত থেকে মোবাইল পাচার করে ঢাকায় এনে বিক্রি করতো মিঠু

রাজধানীর কলাবাগান এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ চোরাচালানকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২। তার নাম মাহামুদুল হাসান মিঠু (৩২)।

বুধবার (২১ এপ্রিল) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠু জানায়, সে দীর্ঘদিন ধরে ভারত থেকে স্বল্প মূল্যে মোবাইল সেট ক্রয় করে তা অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসতো। পরবর্তীতে সেগুলো বিভিন্ন নামি-দামি দোকান ও শো-রুমেসহ খোলা বাজারে বিক্রি করতো।

র‍্যাব কর্মকর্তা জানান, র‌্যাব-২ এর একটি বিশেষ দল ২০ এপ্রিল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে  কলাবাগান থানার হাতিরপুল এলাকার ৩৮৫/৪ ফ্রি স্কুল স্ট্রিট  বাড়িতে অভিযান চালিয়ে মোবাইল ক্রয়-বিক্রয়কারী চক্রের সদস্য মিঠুকে গ্রেফতার করে। তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৬৬টি অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন উদ্ধার করা হয়।