শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের সময় সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেট জব্দ

শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের সময় সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেট পাউডার জব্দ করেছে র‍্যাব। এসময় একটি ট্রাকসহ এবং এ ঘটনায় জড়িত থাকায় তিন জনকে গ্রেফতার করা হয়। পুরান ঢাকার সোয়ারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (৩০ এপ্রিল) রাতে এসব জব্দ ও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, ফারহান (৩৩), পলাশ সরকার (২৬) ও মাহবুব আলম বাবু (২৩)। এসময় তাদের কাছ থেকে একটি ট্রাক, চারটি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা জব্দ করা হয়।

আটক তিনজন

শুক্রবার রাতে র‍্যাব ১০ এর উপ অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, রাজধানীর চকবাজার থানাধীন সোয়ারি ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২০২ বস্তা চায়না ক্লে পাউডারের ভিতরে লুকানো অবস্থায় ৫ হাজার ৫০ কেজি সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেটসহ কালোবাজারি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে।

তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার কালোবাজারি চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন যাবত অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেট আমদানি করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা হয়েছে।