‘হাইকমিশনের নীরবতায় প্রবাসী কর্মীরা হয়রানির শিকার’

প্রবাসী কর্মীদের ক্ষেত্রে সরকারের উদাসীনতায় দেশ-বিদেশে প্রবাসী কর্মীরা বিভিন্ন হয়রানি ও ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শনিবার (১ মে) মে দিবস উপলক্ষে ভার্চুয়াল এক আলোচনায় বক্তারা এ অভিযোগ করেন। রেমিট্যান্স যোদ্ধা ফোরাম ও গ্লোবাল পিস মুভমেন্ট যৌথ উদ্যোগে এই ভার্চুয়াল আলোচনার আয়োজন করে।

চীন প্রবাসী ইঞ্জিনিয়ার আবদুল মুকিতের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ইতালি প্রবাসী গ্লোবাল পিস মুভমেন্টের সেক্রেটারি জেনারেল রহমাতুল্লাহ মাসউদ। আলোচনায় অংশ নেন রেমিট্যান্স যোদ্ধা ফোরামের আহবায়ক শহিদুল ইসলাম কবির, দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশ মুসলিম সোসাইটি অফ সাউথ আফ্রিকার সহ-সভাপতি মোহাম্মাদ জোনায়েদ আল হাবীব ও ইতালি প্রবাসী মো. ইসহাক। বক্তারা বলেন, সরকার প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করে পদক্ষেপ নিলে প্রবাসী আয় দ্বিগুণ হবে।

সভায় ১৬টি দাবি উপস্থাপন করা হয়। এরমধ্যে রয়েছে, প্রবাসী কর্মীদেরকে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া। প্রবাসী কর্মীদের জন্য বাংলাদেশের বিমানবন্দরে বিদ্যমান কাস্টমস আইন শিথিল করা হাইকমিশন থেকে পাসপোর্ট করা ও ডেলিভারির ক্ষেত্রে সকল প্রকার হয়রানি বন্ধ এবং দ্রুত সময়ের মধ্যে যাবতীয় আনুষ্ঠানিকতা ও তদন্ত শেষ করে পাসপোর্ট দিতে হবে। বিদেশে কর্মরত শ্রমিকদের মধ্যে যারা করোনায় মারা গেছেন তাদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া।