লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত

পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আজ রবিবার (২৩ মে) নিম্নচাপে পরিণত হতে পারে। আগামীকাল সোমবার এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হতে পারে। দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করার পাশাপাশি তাদের আগামীকালের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। 

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, লঘুচাপটি  শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। যদি আরও শক্তিশালী হয়ে ওঠে তাহলে এটি নিম্নচাপে পরিণত হতে পারে, সেক্ষেত্রে সতর্ক সংকেত বাড়বে। সন্ধ্যার দিকে এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছি।

আবহাওয়াবিদরা ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াস খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে আঘাত হানার শঙ্কা প্রকাশ করছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত বিশেষ সতর্ক বার্তায় বলা হয়, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং এর আশপাশের এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।  এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে এটি গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। চট্টগ্রাম, পায়রা, কক্সবাজার এবং মোংলা সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, নোয়াখালী, চাঁদপুর,  কুমিল্লা, রাঙামাটি, সীতাকুণ্ড,  নোয়াখালী,  ফেনী, রাজশাহী,  পাবনা ও শ্রীমঙ্গলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে ময়মনসিংহ ও  সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুষ্টিয়াসহ রংপুর,  রাজশাহী, চট্টগ্রাম  ও ঢাকা বিভাগের দুই এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।