উপবৃত্তির নামে 'বিকাশে প্রতারণা’, দুইজন গ্রেফতার

উপবৃত্তির টাকা বিকাশে দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে টাকা আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের  (ডিএমপি) সাইবার অপরাধ তদন্ত বিভাগ।

সোমবার (১৪ জুন) দুপুরে ওই বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুজন হলো- মোবারক মীর ওরফে মিজানুর রহমান (৫৫) ও লিটন মীর (৪৭)। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহার করা দুটি মোবাইল ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়।

গত ১০ জুন ঢাকার বেইলি রোডের অফিসার্স ক্লাবের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এরপর আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত বছরের ৬ সেপ্টেম্বর রাজধানীর কোতয়ালী থানায় দায়ের করা একটি মামলা তদন্ত করতে গিয়ে তাদের সন্ধান পায় পুলিশ। আসামিরা সারা দেশের উপ-বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের নামের তালিকা সংগ্রহ করে তাদের নম্বরে ফোন দিয়ে কৌশলে তাদের বিকাশের পিন কোড জেনে নিয়ে টাকা হাতিয়ে নিত। এসময় আসামিরা নিজেদেরকে শিক্ষা বোর্ডের কর্মকর্তা বলে পরিচয় দিতো।