বান্দরবানে কলেরা আক্রান্তদের চিকিৎসায় সেনাবাহিনী

বান্দরবানের আলীকদমে কলেরা আক্রান্তদের চিকিৎসা দিয়েছে সেনাবাহিনী। কয়েক দিন ধরে সেখানে ব্যাপকহারে কলেরার প্রাদুর্ভাব দেখা দিলে তাদের চিকিৎসা দেওয়া শুরু করে সেনাবাহিনী। এরইমধ্যে সেনাবাহিনীর একটি মেডিক্যাল টিম সেখানে মোতায়েন করা হয়েছে

বান্দরবান রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, বিগত কয়েকদিন যাবৎ বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের মাংরুম পাড়া, ম্যানলিউ পাড়া এবং সমথং পাড়া এলাকায় ব্যাপক আকারে কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে ওই পাড়াগুলোতে মুরং জনগোষ্ঠীর প্রায় ১৩৬ জন নারী, পুরুষ ও শিশু কলেরায় আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় রয়েছে। এছাড়া আক্রান্তদের কয়েকজন ইতোমধ্যে মারা গেছেন। ওই এলাকায় কলেরা প্রাদুর্ভাবের শুরু থেকেই সেনাবাহিনীর টহল দলের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে আক্রান্তদের মাঝে বিতরণ করা হয়।

আক্রান্তদের শারীরিক অবস্থার আরও  অবনতি হলে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের উদ্যোগে ও বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধানে আলী কদম সেনা জোনের একটি মেডিক্যাল টিম আক্রান্ত এলাকায় পাঠানোর সিদ্ধান্ত  হয়। ওই মেডিক্যাল টিম সোমবার (১৪ জুন) বিকাল সাড়ে তিনটায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলসহ হেলিকপ্টারযোগে পর্যাপ্ত পরিমাণ ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন এবং শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানিসহ আক্রান্ত এলাকায় পৌঁছে।

মেডিক্যাল টিমটি আক্রান্তদের শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সেখানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া অব্যাহত রাখবে।

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সেনা সূত্র জানায়।