‘কুয়েত পুনর্গঠনে’ নিয়োজিত বাংলাদেশি সেনা সদস্যের দাফন সম্পন্ন

অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি-৮) নিয়োজিত বাংলাদেশি সেনা সদস্য সার্জেন্ট মুকুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুন) নীলফামারী জেলার কিশোরগঞ্জের গ্রামের বাড়িতে সামরিক মর্যাদায় তাকে সমাহিত করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি-৮) নিয়োজিত বাংলাদেশী সেনা সদস্য সার্জেন্ট মুকুল হোসেন গত ১১ জুন ‘ব্রেইন হেমারেজ’জনিত কারণে সেখানে মারা যান। বৃহস্পতিবার (১৭ জুন) রাত ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

আইএসপিআর আরও জানায়, বৃহস্পতিবার (১৭ জুন) সকালে ঢাকা সেনানিবাসে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মনোনীত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য সকল পদবির সদস্যরাও উপস্থিত ছিলেন। এরপর মনোনীত সেনাপ্রধান মরহুমের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সেনা সদস্যের মরদেহ আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে নিজ গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জে পাঠানো হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন করা হয়।