কারিগরি শিক্ষা অধিদফতরে পদায়ন নিয়ে অসন্তোষ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা অধিদফতরে সরকারবিরোধী কর্মকর্তাদের পদায়নের অভিযোগ উঠেছে। কারণে সরকারপন্থী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসেন্তোষ দেখা দিয়েছে। সরকারপন্থীদের দাবি— গুরুত্বপূর্ণ পদে বিএনপি ও জামায়াতপন্থী কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে। এতে কারিগরি শিক্ষায় সরকারের লক্ষ্য বাস্তবায়ন বিঘ্নিত হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার (১৭ জুন) কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোরাদ হোসেন মোল্ল্যা বলেন, ‘কাউকে প্রেষণে নিয়োগ শিক্ষা বোর্ড দেয়  না। আমার এ বিষয়ে কিছু করার নেই। তাছাড়া কারা সরকারবিরোধী আমার জানাও নেই।’

জানতে চাইলে কারিগরি শিক্ষা অধিদফতরে সম্প্রতি যোগদানকারী মহাপরিচালক মো. হেলাল উদ্দিন বলেন, ‘মোবাইলে কল রেকর্ড হয়। আপনি অফিসে আসেন সামনাসামনি সব কথা হবে।’

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (লার্নিং ম্যাটেরিয়ালস্ ডেভেলপমেন্ট) মো. জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘২০১৩ সাল থেকে ঊর্ধ্বতনসহ বিভিন্ন পদে প্রেষণে বোর্ডে লোক নিয়োগ করা হয়েছে, যাদের বেশিরভাগই বিএনপি-জামায়াতপন্থী। সরকারবিরোধীদের প্রেষণে এনে কেন যোগদান করাতে হবে?’

মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা অভিযোগ করেন, কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক (ক্যারিকুলাম),পরিচালক (শিল্প সংযুক্তি ও প্রশিক্ষণ), পরিদর্শক পদসহ কয়েকটি পদে বিএনপি ও জামায়াতপন্থী কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।

মো. জহিরুল ইসলাম বলেন, ‘কোনও কোনও কর্মকর্তা রুয়েটের ছাত্রদল শাখার নেতা, ডুয়েট ছাত্রদল হল শাখার নেতা, কোনও কর্মকর্তা সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের পিএস। এছাড়া কারিগরি শিক্ষা অধিদফতরের বিভিন্ন পদেও পদায়ন করা হয়েছে সরকারবিরোধীদের।’

গত ১৩ এপ্রিল লকডাউন শুরুর আগের দিন কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী আব্দুল কুদ্দুস সরদারকে সাতক্ষীরা পলিটেকনিকের অধ্যক্ষ পদে বদলি করা হয়। বদলি করা এই কর্মকর্তা বলেন, ‘নতুন করে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা কর্মকর্তাদের অনেকেই সরকারবিরোধী বলে অভিযোগ রয়েছে।’