ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা রাজনৈতিক পরিচয়ে ফোন এলে যেভাবে যাচাই করবেন

অনেক সময় ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা সেলিব্রেটি পরিচয়ে ফোন আসে। এরপর বিভিন্ন প্রলোভনে প্রতারণা করা হয়। এমন প্রতারণার হাত থেকে রক্ষা পেতে উপায় বাতলে দিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট’র সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা সেলিব্রেটির মোবাইল নম্বর ব্যবহার করে অনেকের কাছ থেকে বিভিন্ন ধরনের তদবির কিংবা অবৈধ লাভের আশায় ফোন করা হচ্ছে। হুবহু নম্বর নকল করে কল করা হচ্ছে, যেটিকে ‘কল স্পুফিং’ বলে। এ ধরনের কোনও ফোন এলে, সন্দেহ হলে কলটি কেটে দিয়ে তাকে আবার ব্যাক করুন। কল কেটে দিয়ে ব্যাক করলে আপনি জানতে পারবেন, ফোন দেওয়া ব্যক্তিটি সঠিক নাকি আপনাকে প্রতারিত করা হচ্ছে।

এ ধরনের কোনও ফোন পেলে এবং সন্দেহ মনে হলে সাইবার ক্রাইম ইউনিটগুলোতে শরণাপন্ন হওয়ারও পরামর্শ দেন নাজমুল ইসলাম।