শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (মূল অংশ)। সোমবার (২১ জুন) দুপুর একটায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীপক শীল। 

ফয়েজ উল্লাহ বলেন, ‘বিগত প্রায় ১৬ মাস ধরে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু এই ১৬ মাসে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনও ধরনের রোডম্যাপ ঘোষণা করতে পারেনি। বিগত ১৬ মাসে প্রায় ১৫২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর দায় শিক্ষামন্ত্রীর। এই শিক্ষামন্ত্রী ব্যর্থ। শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘অবলিম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণা করে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।’

সমাবেশে ছাত্র ইউনিয়ন চারটি দাবি পেশ করে।  তাদের দাবিগুলো হচ্ছে— নির্দিষ্ট সময়ের মধ্যে সকল শিক্ষার্থীদের বিনামূল্যে করোনার টিকা নিশ্চিত করা ও রোডম্যাপ ঘোষণা করে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে, করোনাকালে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ করা, শিক্ষা সংকট মোকাবিলায় শিক্ষাবৃত্তি প্রদান করা,সকল শিক্ষার্থীর জন্য হেল্প কার্ড ও রেশনিং ব্যবস্থা করতে হবে।

সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে নেতারা বৃষ্টির ভেতরে শহীদ মিনার, হাইকোর্ট মোড়, প্রেসক্লাব মোড় ঘুরে সচিবালয়ের সামনে গেলে পুলিশ বাধা প্রদান করে। এরপর   ফয়েজ উল্লাহ, দীপক শীল এবং এবি তাহসিন স্মারকলিপি নিয়ে মন্ত্রণালয়ে প্রবেশ করেন। শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ে না থাকার তার হয়ে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ড. আব্দুল আলীম খান স্মারকলিপি গ্রহণ করেছেন বলে জানায় ছাত্র ইউনিয়ন।