X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

গৃহপরিচারিকার মৃত্যু: সাংবাদিক আশফাকুলকে অপসারণের দাবি

ঢাবি প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৭

গৃহপরিচারিকা প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়।

সমাবেশে মানবাধিকার কর্মী, শিক্ষক, লেখক, প্রকাশক, আইনজীবী ও অ্যাকটিভিস্টসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশ থেকে অবিলম্বে প্রীতির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিও জানানো হয়।

সমাবেশে যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বলেন, যখন একটি দায়িত্বশীল পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠে, এখন পর্যন্ত তিনি সেই পদে থাকেন কী করে? এটা হচ্ছে আশ্চর্য হওয়া বিষয়। যার বিরুদ্ধে একটা হত্যাকাণ্ড ও নিপীড়নের অভিযোগ আছে, তাকে এখনও চাকরিতে বহাল রাখা হয়েছে। আমরা আজকের সমাবেশ দাবি করছি, দ্রুত তাকে অপসারণ করতে হবে। একই সঙ্গে দ্রুত তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। আমরা সুবর্ণচরের ঘটনার মতো দৃষ্টান্ত দেখতে চাই। যাতে কোনও প্রভাবশালী মানুষ এ ধরনের হত্যাকাণ্ড করে রেহাই না পায়।

আইনজীবী জীবনানন্দ জয়ন্তু বলেন, গৃহশ্রমিকের বিষয়টি এখনও আইনিভাবে প্রতিষ্ঠিত নয়। এখনও শ্রম আইনের আওতাভুক্ত নয়। যে কারণে একের পর এক গৃহশ্রমিক হত্যা ও নির্যাতনের যেসব ঘটনা ঘটে, সেগুলোর বিচার আলোর মুখ দেখে না।

শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবিন আহসান বলেন, ডেইলি স্টার প্রতিদিন আমাদের নীতিবাক্য শেখায়। অথচ একজন খুনের দায়ে অভিযুক্তকে স্বপদে বহাল রেখেছে। আমার অবিলম্বে তাকে বরখাস্ত করার আহ্বান জানাই। একই সঙ্গে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।

ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল বলেন, এটা কোনও দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড। এটা যদি হত্যাকাণ্ড না হতো, তাহলে দুই লাখ টাকা দিয়ে আপস করার চেষ্টা করা হতো না। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য নাটক সাজানো হচ্ছে। প্রথমে উচিত ছিল শ্রম আইনে মামলা করা। কিন্তু প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে।

বিক্ষোভ সমাবেশে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারহা তানজিম তিতিল, গণজারণ মঞ্চের নেতা আকরামুল হক, কবি ও লেখক শাহেদ কায়েস, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ, গৃহকর্মী সংগঠনের নেত্রী জাকিয়া সুলতানা, অ্যাকটিভিস্ট জাকিয়া শিশির, কলাম লেখক ইলোরা দেওয়ান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্সসহ আরও অনেকে বক্তব্য দেন।

/এনএআর/
সম্পর্কিত
আবু সাঈদের হত্যাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা না করায় বিক্ষোভ
কোচিং বাণিজ্য বন্ধসহ ১২ দফা দাবি অভিভাবক ঐক্য ফোরামের
বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের
সর্বশেষ খবর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
আরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ