X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

গাজায় গণহত্যা বন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৪, ২০:০৭আপডেট : ০৮ মার্চ ২০২৪, ২০:০৭

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সামাজিক সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সঞ্চালনা করেন ছাত্রনেতা আমীর হামজা এবং সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আবু তৈয়ব হাবিলদার।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব আবু হানিফ, নাগরিক পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, অ্যাকটিভিস্ট তৌহিদ, যুবনেতা মেরাজুল ইসলাম, গণশক্তি পার্টির প্রতিষ্ঠাতা ও মহাসচিব মাওলানা নূরুল আজিমসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, গাজায় গণহত্যা বন্ধে বাংলাদেশ সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে সরকার সংসদে এখন পর্যন্ত কোনও নিন্দা প্রস্তাব পাস করেনি, গাজার গণহত্যা বন্ধে বিলও পাস করেনি। সরকার যদি ফিলিস্তিনের জনগণের পক্ষে থাকতো, তাহলে অবশ্যই নিন্দা প্রস্তাব আনতো।

কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ বলেন, গাজায় গণহত্যা বন্ধে দলমত-নির্বিশেষে বাংলাদেশ থেকে জোরালো প্রতিবাদ জানানো উচিত।

সংগঠনের সভাপতি আবু তৈয়ব হাবিলদার বলেন, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনও সম্পর্ক থাকতে পারে না। এর আগে বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল রাষ্ট্রের কোনও স্বীকৃতি ছিল না। এই সরকার পাসপোর্টে ইসরায়েলের নিষেধাজ্ঞা তুলে দিয়ে ইসরায়েলকে কার্যত স্বীকৃতি দিয়েছে। অবিলম্বে পাসপোর্টে আগের মতো নিষেধাজ্ঞা জারি করতে হবে।

তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সব ধরনের গোপন বাণিজ্য ও সব বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে। ইসরায়েল থেকে আমদানি করা সব আড়িপাতার যন্ত্র পরিচালনা বন্ধ করতে হবে। সবশেষে গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা বন্ধে বাংলাদেশের জনগণ ও সরকারের যথার্থ ভূমিকা পালনের দাবি জানান তিনি।

সমাবেশ শেষে গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
গাজায় গণহত্যার বিরোধিতা: যুক্তরাজ্যে ৮৩ বছরের ধর্মযাজক গ্রেফতার
ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকগাজায় যুদ্ধের অবসান নিয়ে সংশয় ও আশার দোলাচলে মধ্যপ্রাচ্য
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে