ইইউ দূতাবাসের সাংস্কৃতিক কূটনীতি

ইউরোপীয় সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের মানুষকে পরিচিত করার জন্য ‘গ্র্যান্ড ফিল্ম আড্ডার’ উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ দূতাবাস। এই আড্ডায় সাতটি ইউরোপীয় সিনেমা প্রদর্শন করা হবে। এর সঙ্গে সাতটি দেশি সিনেমা এবং জলবায়ু পরিবর্তনের ওপর সাতটি শর্ট ফিল্ম প্রদর্শিত হবে। সব সিনেমা অনলাইনে বিনা পয়সায় দেখতে পারবেন বাংলাদেশিরা।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২২ জুন) দুপুর ২টায় আট ইউরোপের রাষ্ট্রদূত অথবা তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে এই আড্ডার উদ্বোধন করা হবে। দূতাবাসের ইউটিউব ও ফেসবুক পেজে এটি সরাসরি দেখা যাবে। আড্ডাটি ৩০ জুন পর্যন্ত চলবে।

আড্ডা সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.beuff.org ওয়েবসাইটে।