বিলিয়াতে বঙ্গবন্ধু কর্নার স্থাপন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল এফেয়ার্স (বিলিয়া) ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করেছে।

বৃহস্পতিবার (২৪ জুন) ধানমন্ডি ৭ নম্বরে বিলিয়া অফিসে ওই কর্নার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী উদ্বোধনী বক্তব্যে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিদেশের সব মিশনে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে।

কর্নারে বঙ্গবন্ধু ও বাংলাদেশের উন্নয়ন যাত্রার ওপর বই সংরক্ষণে জোর দিয়ে মন্ত্রী বলেন, আমি আশা করি বিলিয়া বঙ্গবন্ধুর ওপর সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করবে।

সাবেক জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান, আইনজীবী এম আমিরুল ইসলাম, প্রাক্তন সচিব মোকাম্মেল হক, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মাদ জমিরসহ অন্যান্যরা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।