‘বিশ্ববিদ্যালয়ের আয়কর নিয়ে ভেবে সিদ্ধান্ত নিতে হবে’

এনবিআর এর সাবেক চেয়ারম্যন ড. আব্দুল মজিদ বলেন, আয়করের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর সবাইকে দিতে হয়। এটি ছিল এতোদিন সার্কুলার ভিত্তিতে। বর্তমানে এটা সার্কুলার নয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটি অলাভজনক প্রতিষ্ঠান, ট্রাস্টি প্রতিষ্ঠান। এ নিয়ে সবাইকে ভেবে সিদ্ধান্ত নিতে হবে।

বৃহস্পতিবার (৮ জুলাই) বাংলা ট্রিবিউন আয়োজিত  ‘উচ্চ শিক্ষায় আয় কর’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেন এনবিআর এর সাবেক চেয়ারম্যন ড. আব্দুল মজিদ। এটিএন নিউজে সরাসরি সম্প্রচারিত বৈঠকি সঞ্চালনা করছেন মুন্নী সাহা।

অলাভজনক প্রতিষ্ঠানে আয়কর নেওয়া যাবে না এটা কোথাও লেখা নেই। তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তা ভিন্ন হতে পারে। হিসেব করে যদি প্রতিষ্ঠানের লাভ পাওয়া যায় তাহলে আয়কর নিতে হবে। সরকারকে শিক্ষার বিষয়ে ভেবে সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষা সবার জন্য।

শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ছাত্রদের থেকে আয়কর নিতে হবে এটা কিন্তু উচিত নয়।

‘উচ্চ শিক্ষায় আয় কর’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিটিতে মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন এনবিআর সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ, ইস্টার্ন ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ট্রেজারার অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য্য ও সেন্টার ফর এন্টারপ্রাইস অ্যান্ড সোসাইটি, ইউল্যাবের পরিচালক সাজিদ অমিত।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাবের) সহযোগিতায় বৈঠকিটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। এছাড়া বাংলা ট্রিবিউন ও ইউল্যাব এবং এটিএন নিউজের ফেসবুক পেইজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈঠকি।