জুস কারখানায় আগুন

আহতদের ৫০ হাজার টাকার চেক হস্তান্তর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় আগুনের ঘটনায় আহত তিনজনকে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম। শনিবার (১০ জুলাই) দুপুরে ঢামেক হাসপাতালে আহত ৩ রোগীর স্বজনদের হাতে চেক তুলে দেন তিনি। এসময় ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক উপস্থিত ছিলেন।

সচিব কে এম আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রী নির্দেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ফান্ড থেকে এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের জন্য ৫০ হাজার টাকা করে ও যারা নিহত হয়েছেন তাদের প্রতিটি পরিবারের জন্য দুই লাখ টাকা করে দেওয়া হবে।

তিনি জানান, ঢামেক হাসপাতাল বর্তমানে ৩ জন রোগী ভর্তি রয়েছে। তাদের চেক দেওয়া হয়েছে। বাকীদেরও এ সাহায্য দেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি যারা মারা গেছেন এবং পরিচয় মিলেছে তাদের পরিবারকে দুই লাখ টাকার চেক দেওয়া হবে। আমাদের জানা মতে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের পরিবারের কাছে চেক পৌঁছে দেওয়া হবে।

ঢামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, আমাদের হাসপাতালে আহত হয়ে যারা এসেছেন তাদের বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের এখানে তিন জন রোগী ভর্তি আছেন। তাদের অবস্থা ভালো।