নারায়ণগঞ্জে জুস কারখানায় আগুন

নিহতদের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি চার সংগঠনের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে ভাসানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন, ছাত্র-যুব অধিকার পরিষদ এবং রাষ্ট্র চিন্তা নামে চারটি সংগঠন।

রবিবার (১১ জুলাই) রূপগঞ্জে ঘটনাস্থল পরিদর্শন শেষে চার সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানান ভাসানী পরিষদের সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী। পরিদর্শন শেষে সংগঠনের নেতারা নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা সম্মিলিতভাবে দাবি করছি, যারা মারা গেছেন তাদের পরিবারকে কমপক্ষে ৫০ লাখ টাকা দিতে হবে। টাকা দিয়ে তো জীবনের ক্ষতিপূরণ হবে না। কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবার এই টাকাটা পেলে উপকৃত হবে। যারা বেঁচে আছেন তাদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করে তুলতে হবে এবং তাদের পরিবারের মধ্যে থেকে কাউকে কাজের সুযোগ করে দিতে হবে।’

আহত শ্রমিকদের যাবতীয় চিকিৎসা খরচ দেওয়ার দাবিও জানান জাফরুল্লাহ।

এসময় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। উপস্থিত ছিলেন­‑ মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, রাষ্ট্র চিন্তার হাসনাত কাইয়ুম প্রমুখ।