রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে শ্রম মন্ত্রণালয়ের কমিটি

রূপগঞ্জে সজীব গ্রুপের সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার চার দিন পর তদন্ত কমিটি গঠন করেছে সরকার। শ্রম মন্ত্রণালয়ের যুগ্মসচিব হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রেজাউল হকের সই করা অফিস আদেশে  কমিটি গঠনের কথা জানানো হয়।

আদেশে বলা হয়, ‘রূপগঞ্জে সজীব গ্রুপের সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ও হতাহতের কারণ এবং দায়দায়িত্ব নির্ধারণ করে সুপারিশমালা প্রদানের জন্য ছয় সদস্যের তদন্ত কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করতে হবে।’

উল্লেখ্য, নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সেজান জুসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জন কর্মী আগুনে পুড়ে মারা গেছেন।

গত ৮ জুলাই বিকালে অগ্নিকাণ্ডের পর রাতে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রায় ২০ ঘণ্টা পর শুক্রবার (৯ জুলাই) দুপুরে ওই ধ্বংসস্তূপ থেকে আরও  ৪৯ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কারখানার মালিকসহ অপরাপর কর্মকর্তাদের গ্রেফতারের পর চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।