দুস্থদের মাঝে পুনাকের ঈদ সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। আজ সোমবার (১৯ জুলাই) সকালে রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে পুনাকের পক্ষ থেকে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ জুলাই থেকে পুনাক সভানেত্রী জীশান মীর্জার উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম শুরু করে সংগঠনটি। পরে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে কঠোর বিধিনিষেধ জারি হওয়ার পর থেকেই প্রতি রাতে ও সকালে পুনাক'র একাধিক টিম রাজধানীর বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে রান্না করা খাবার তুলে দিয়েছে ক্ষুধার্ত অসহায় দরিদ্র মানুষের হাতে। 

পুনাক সভানেত্রী জীশান মীর্জা নিজে ঊপস্থিত থেকে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে নতুন কাপড়, ঈদ সামগ্রী, রান্না করা গরুর মাংস ও প্যাকেট করা খাবার বিতরণ করেছেন। এছাড়াও চাল, ডাল, পেঁয়াজ, আলু, চিনি, সেমাই, গুঁড়া দুধ ও তেল বিতরণ করা হয়।

সমাজের অসহায় ও দরিদ্র মানুষের প্রতি আরও বেশী করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের সামর্থবানদের প্রতি আহবান জানিয়েছেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা।