চৌমুহনীর মেয়র হলেন আ. লীগের আক্তার হোসেন ফয়সাল

আক্তার হোসেন ফয়সাল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আক্তার হোসেন ফয়সাল নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৯টি কেন্দ্রের ফলাফলে নৌকা পেয়েছে ১৪ হাজার ৭শ’ ৮২ ভোট। এ পৌরসভার ২০ কেন্দ্রের মধ্যে ১টি কেন্দ্রের ভোট স্থগিত (দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) রয়েছেন। উক্ত কেন্দ্রের সর্বমোট ভোটের সংখ্যা ২৫৬১।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীক নিয়ে জহির উদ্দিন ১০ হাজার ৮শ’ ১০ ভোট পেয়েছেন। চৌমুহনী পৌরসভার ২০টি কেন্দ্রে মোট ভোটার ৪৬৫৮৩।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ৭টায় জেলা নির্বাচন অফিসার ও বেগমগঞ্জ উপজেলার রিটার্নিং অফিসার মো. মনির হোসেন ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত চৌমুহনী পৌরসভার নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারা, বাক্স ভরা ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় ২০টি ভোট কেন্দ্রের মধ্যে ১০টির ভোট গ্রহণ স্থগিত করা হয়। স্থগিত কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা ২৪ হাজার ৩১০ জন।
/জেবি/টিএন/
/আপ: আরএ/