ইইউ’র মাসব্যাপী জলবায়ু এডাপটেশন প্রচারণা শুরু

ইউরোপীয় ইউনিয়নের মাসব্যাপী জলবায়ু এডাপটেশন প্রচারণা শুরু হয়েছে। পুরো আগস্ট জুড়ে এই প্রচারণা চালানো হবে।

ইইউ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার ইইউ এডাপটেশন স্ট্র্যাটেজি প্রকাশ করা হবে।

ইইউ বলছে, জলবায়ু পরিবর্তন এখন বাস্তবতা এবং এজন্য তাপমাত্রা যেন না বাড়ে এবং গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমে সেজন্য বড় পদক্ষেপ নিতে হবে।

আগামী ২০৫০ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন জলবায়ু রেসিলিয়েন্ট সমাজে পরিণত হওয়ার জন্য কৌশল প্রণয়ন করেছে। এই কৌশলের মাধ্যমে এডাপটেশনকে আরও বেশি কার্যকর, সিস্টেমেটিক, দ্রুত করতে আন্তর্জাতিক পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়েছে।