উপবৃত্তির নামে ভুয়া এসএমএস

উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে এমন তথ্য জানিয়ে বিভিন্ন মোবাইল নম্বর দিয়ে ভুয়া মেসেজ পাঠানো হচ্ছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, প্রতারণার উদ্দেশ্যেই এমন মেসেজ (এসএমএস) পাঠানো হতে পারে।

সম্প্রতি এমন একটি মেসেজ এই প্রতিবেদকের হাতে এসেছে। তাতে লেখা রয়েছে, ‘প্রিয় স্টুডেন্ট, তোমাদের উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে, ৪,২০০ টাকা। যোগাযোগ: ০১৮৮২৭৭৬৬১৪’।

রবিবার (১ আগস্ট) যে নম্বর থেকে এসএমএস এসেছে ওই নম্বরে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়। আর যে নম্বরটি যোগাযোগের জন্য দেওয়া হয়েছে সেই নম্বরে কল করলে রিং হয়, কিন্তু কেউ ফোনটি রিসিভ করেনি। যদিও মেসেজে যোগাযোগের জন্য সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত সময় উল্লেখ করা আছে। 

বিষয়টি জানার জন্য মোবাইল ফোন অপারেটর রবির সঙ্গে যোগাযোগ করা হলে জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, রবি কখনও এ ধরনের কোনও মেসেজ পাঠায় না।  

জানা গেছে, উপবৃত্তি ও বিভিন্ন ভাতার টাকা দেশের মোবাইল ফিনান্সিয়াল প্ল্যাটফর্ম বা ব্যাংক হিসাব ব্যবহার করে শিক্ষার্থী, ভাতাভোগীদের পাঠানো হয়। যাদের ব্যাংক হিসাব দেওয়া আছে তাদের উপবৃত্তি বা ভাতার টাকা সরাসরি ব্যাংক হিসাবে জমা হয়। যাদের ব্যাংক হিসাব নেই তাদের টাকা বিভিন্ন মোবাইল ফিনান্সিয়াল সেবা (নগদ, বিকাশ, রকেট) ইত্যাদি ব্যবহার করে পাঠানো হয়। সরাসরি কোনও মোবাইল নম্বর থেকে এভাবে মেসেজ পাঠিয়ে দেওয়া হয় না। 

এ ধরনের এসএমএসের খপ্পরে পড়ে প্রতারিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।