মিরপুরে গ্যাস লিকেজ: চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু

রাজধানীর মিরপুরে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্যে সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে কিছু সময়ের ব্যবধানের চিকিৎসাধীন দুজন মারা যান।

মৃতরা হচ্ছেন, মো.  শফিকুল ইসলাম (৩৫) ও সুমন (৪০)। এর আগে এ ঘটনায় রিনা আক্তার (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। তারা আইসিইউতে ছিলেন ।

এর মধ্যে শফিকুলের শরীরের ৮৫ শতাংশ এবং সুমনের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

এর আগে গত বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে মিরপুর ১১ নম্বরে প্রকট শব্দে একটি গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে ৫ বছরের এক শিশুসহ সাতজন দগ্ধ হন।

বাকি আরও চারজনের মধ্যে তিনজন এইচডিইউতে ও একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানিয়েছেন, তাদের শারীরিক অবস্থাও ‌‌‌‌'ভালো না'।