২২ বছর আগে বগুড়া থেকে হারানো আমিনা ফিরছেন নেপাল থেকে

২২ বছর আগে বগুড়া থেকে হারিয়ে যান আমিনা খাতুন। তার পরিবারের সদস্যরা হন্যে হয়ে খুঁজেছেন তাকে। এক সময় তারা ধরেই নিয়েছেন তিনি আর বেঁচে নেই। তবে সম্প্রতি তারখোঁজ মিলেছে নেপালে। আজ সোমবার (৬ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরছেন তিনি।

জানা গেছে, নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আমিনা খাতুনের সন্ধান পায়। পরে তার তথ্য বাংলাদেশে পাঠালে তার পরিবারের কাছে ছবি পাঠানো হয়। সেই ছবি দেখে তারা সন্তানরা তাকে শনাক্ত করেন। দূতাবাসের তাকে দেশে পাঠানোর ব্যবস্থা নেয়।

ফ্লাইটে উঠছেন আমিনা খাতুন
আমিনা খাতুনের অপেক্ষায় থাকা ছেলে আমজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা মায়ের আশা ছেড়ে দিয়েছিলাম। এত বছরে যেহেতু পাওয়া যায়নি, ভেবেছি আমাদের মা বেঁচে নেই হয়তো। কিন্তু আমরা খুব খুশি তিনি জীবিত আছেন, আজ দেশে ফিরবেন। কীভাবে তিনি নেপালে পৌঁছালেন সে বিষয়ে হয়তো পরে জানতে পারবো।