গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু (ফটো স্টোরি)

সারাদেশে গণটিকা কর্মসূচির দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকাল পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, গণটিকা কর্মসূচির প্রথম ধাপের তুলনায় এবার হুড়োহুড়ি অনেকটাই কম। তবে সকালে বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়া কেন্দ্রের বাইরে সারিতে দাঁড়ানো টিকা প্রত্যাশীরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, এখন শুধু যারা প্রথম ডোজ পেয়েছেন তারাই আসছেন। সেকারণে ভিড় কম।

এর আগে গতকাল সোমবার দুই সিটি করপোরেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন প্রতিটি কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজের ৭০০ জন টিকা প্রত্যাশীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ৮ ও ৯ আগস্টে প্রথম ডোজ টিকা গ্রহণকারী ব্যক্তিরা আজ ৭ সেপ্টেম্বর, ৯ ও ১০ আগস্টে টিকা গ্রহণকারী আগামীকাল ৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১২ আগস্টে টিকা গ্রহণকারী ব্যক্তিরা আগামী ৯ সেপ্টেম্বর কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করতে পারবেন।

রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গ্রিন রোডের সূর্যের হাসি ক্লিনিকের টিকা কেন্দ্র থেকে তোলা ছবি-

গণটিকা (4)

গণটিকা (5)

গণটিকা (1)

গণটিকা (7)

গণটিকা (6)

গণটিকা (8)

গণটিকা (3)

 

গণটিকা (9)