দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে (ফটোস্টোরি)

দীর্ঘ প্রায় দেড় বছর পর প্রিয় ক্যাম্পাসে বন্ধুদের পেয়ে আনন্দে মেতেছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর শিক্ষাকার্যক্রম শুরুর প্রথমদিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল সাজসাজ রব। করোনা মহামারির কারণে অ্যাসেম্বলি না থাকায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাত ধোয়া, তাপামাত্রা মাপা, স্যানিটাইজ করার পর প্রবেশ করানো হয়। অনেক প্রতিষ্ঠানে আইসোলেশনের প্রস্তুতিও রাখা হয়। প্রবেশপথে শিক্ষকরা শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক পরেছে কিনা তা যাচাই করে স্কুলে প্রবেশ করান। এদিন অনেক শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও এসেছেন। সকাল সাড়ে ৭টায় ঘণ্টা বাজিয়ে ক্লাস শুরু হয়। শ্রেণি শিক্ষকরা ক্লাসে এসে প্রথমে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে রোল কল করেন। এরপর যথারীতি পাঠদান শুরু হয়। এ ধরনের আয়োজনে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ ও ধানমণ্ডি গর্ভ. বয়েজ হাই স্কুলে তোলা ছবিতে দেখুন বিস্তারিত...