ফিউরি খোন্দকারের ‘উতল মেঘের কাল’ বইয়ের মোড়ক উন্মোচন

সদ্যপ্রয়াত লেখক ও সাংবাদিক ফিউরি খোন্দকারের “উতল মেঘের কাল" বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই মোড়ক উন্মোচন করা হয়।

আমি হতে চেয়েছি লেখক, সাংবাদিক এবং বিপ্লবী‑ ফিউরি খোন্দকারের বই থেকে উদ্ধৃত করে ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, এই বই প্রকাশের মাধ্যমে প্রমাণিত হয় ফিউরি লেখক ছিলেন, সাংবাদিকও ছিলেন, হয়তো বিপ্লবী হতে পারেননি, তবে সে তার চিন্তা-ভাবনায় ছিলেন বিপ্লবী।

তিনি আরও বলেন, ফিউরি ছিলেন আমার সহকর্মী। সাংবাদিক হিসেবে তার দ্বায়িত্ব-জ্ঞান আমাদের মুগ্ধ করতো।

ফিউরি খোন্দকারের ঘনিষ্ঠ বন্ধু শিহাব সরকার বলেন, ফিউরি খোন্দকারের সাথে আমার ৫০ বছরের বন্ধুত্ব। ৭০-এর উত্তাল সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা মুখরিত ছিলাম সাহিত্য নিয়ে। তিনি দুঃখ নিয়ে বলেন, আজ ফিউরি খোন্দকার বই উন্মোচন হচ্ছে অথচ সে নেই।

কলামিস্ট ও লেখক লিজি রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাহিত্যিক ও প্রকাশক মইনুল আহসান সাবের, অধ্যাপক মোবাশ্বেরা খানম বুশরা, কবি ও সাংবাদিক শিহাব সরকার, ছড়াকার আবু সালেহ, মাসিক সরগমের সম্পাদক কাজী রওনক হোসেন, সাহিত্যিক ও প্রাক্তন সচিব ইলিয়াস আহমেদ।