আন্তর্জাতিক অগ্নিপ্রতিরোধ দিবস উপলক্ষে মহড়া অনুষ্ঠিত

আজ ৯ অক্টোবর, আন্তর্জাতিক অগ্নিপ্রতিরোধ দিবস। নগরীর অন্যতম বাণিজ্যিক এলাকা হওয়ায় কৌশলগত কারণে সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় মহড়ার কার্যক্রম। এ উপলক্ষে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

প্রায় ঘণ্টাব্যাপী চলা এ মহড়া কার্যক্রমের নেতৃত্ব দেন ঢাকা বিভাগের উপপরিচালক দিনমণি শর্মা। ঢাকার সহকারী পরিচালক আব্দুল হালিম মহড়া বাস্তবায়ন করেন। অধিদফতরের পক্ষে মহড়া পর্যবেক্ষণ করেন উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন। 

মহড়ায় ঢাকার বিভিন্ন জোনের জোন প্রধান আবুল বাশার, বজলুর রশিদ, হাফিজুর রহমান ও সাইফুজ্জামান অংশ নেন। যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা তাৎক্ষণিক মেরামত করার জন্য মেকানিক টিমসহ উপস্থিত ছিলেন ফোরম্যান গোলাম মওলা। এছাড়া ক্রাউড কনট্রোল টিম, মিডিয়া সেল, বেতার শাখাসহ ঢাকার সাতটি ফায়ার স্টেশনের মোট ২০টি ইউনিট এতে অংশগ্রহণ করে। সদর দফতরের নেতৃত্বে ছিলেন সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান। 

মহড়ার কারণে যেন কোনও আতঙ্ক সৃষ্টি না হয় সেজন্য আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যদের আগে থেকেই অবহিত করা হয়। মহড়ার কাজে বঙ্গবাজার হকার্স মার্কেটসহ আশপাশের মার্কেটের দোকান মালিক, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহযোগিতা করেন। মহড়ায় এসব মার্কেটের নিরাপত্তাকর্মীরা অংশ নেয়।