হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি ধর্ম নিরেপেক্ষ রাষ্ট্র গড়ে উঠেছিল। দল-মত নির্বিশেষে আমারা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে অর্থনীতি, সামাজিকসহ বিভিন্ন সূচকে এ দেশ এগিয়ে যাবে।
সোমবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রীতি পরিষদ আয়োজিত হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় বক্তারা বলেন, দেশে বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা দেখি। অসাম্প্রদায়িক এ দেশে এই ঘটনা ঘটতে দেওয়া যায় না। এর তীব্র নিন্দা জানাই। সব ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাম্য এবং ধর্ম নিরেপেক্ষ রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় আমাদের।