জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে মানববন্ধন করেছে ‘সেইভ ফিউচার বাংলাদেশ’ নামে একটি সংগঠন। শুক্রবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির প্রধান সমন্বয়ক নয়ন সরকার বলেন, আজ আমার জীবন এবং ভবিষ্যৎ ঝুঁকিতে, জলবায়ু পরিবর্তন আজ বাংলাদেশ এবং বিশ্বের ভবিষ্যৎ প্রজন্মের জীবন এবং ভবিষ্যৎও হুমকিতে ফেলেছে। আমাদের উপকূলীয় অঞ্চলের বসবাসরতরা নিয়মিত ভুগছে। বন্যা, ঘূর্ণিঝড় কিংবা নদীভাঙনে তারা সহায়-সম্বল হারিয়ে উদ্বাস্তু হয়ে যাচ্ছে। খাওয়ার জন্য সুপেয় পানি পাচ্ছে না। সবাই স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। 

তিনি বলেন, জাতিসংঘের আসন্ন কপ-২৬-এ বিশ্বনেতাদের কাছ থেকে আর ‘শূন্য প্রতিশ্রুতি’ চাই না, সিস্টেম উপড়ে ফেলুন। আমরা জলবায়ুর প্রতি সুবিচার চাই। আমরা জলবায়ু ক্ষতিপূরণ চাই। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাই। 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতাকর্মীরা।