‘২০২২ সালে কোনও সাম্প্রদায়িক হামলা দেখতে চাই না’

সম্প্রতি যে সাম্প্রদিক হামলা হয়েছে এর তীব্র নিন্দা জানিয়েছেন নারী মুক্তি সংসদের সাধারণ সম্পাদক শিউলি সিকদার। তিনি বলেন, ‘এ ঘটনাগুলো বারবার হচ্ছে, কিন্তু কোনও কার্যকরী প্রতিকার করা হচ্ছে না। এবার যদি সরকার এর সঠিক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সরকারের প্রতি মানুষ বিশ্বাস হারিয়ে ফেলবে।’

সোমবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি সংসদ আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কর, নারী নির্যাতন বন্ধ কর’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

শিউলি শিকদার বলেন, ‘এ দেশের অর্ধেক নারী। এই নারী যেন কোনোভাবে হামলা বা নির্যাতনের শিকার না হয়। আমরা দেশে যে সাম্প্রদিক সম্প্রতি বিরাজমান আছে, সেটা আরও পরিপূর্ণভাবে পেতে চাই। বিশেষ করে সরকারের কাছে আবেদন, ২০২২ সালে এ ঘটনা আর দেখতে চাই না। আর কোনও প্রতিশ্রুতি শুনতে চাই না। বাস্তবায়ন দেখতে চাই।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নুরুন্নাহার রুনা, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইন প্রমুখ।