বিদ্যুৎ সম্পর্কিত সব মামলা দ্রুত নিষ্পত্তির সুপারিশ

বিদ্যুৎ সম্পর্কিত সব মামলা দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটি সব মামলার তালিকার মাধ্যমে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ও প্রয়োজনে আলাদা বেঞ্চ গঠন করে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করতে বলেছে।

সোমবার (২৫ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এস এম জগলুল হায়দার, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, খালেদা খানম, নার্গিস রহমান এবং মো. নুরুজ্জামান বিশ্বাস অংশগ্রহণ করেন।

বৈঠকে কমিটি দেশের জেলা ও উপজেলার পোস্ট পেইড বিদ্যুৎ মিটারকে স্মার্ট প্রি-পেইড মিটারে প্রতিস্থাপন কার্যক্রম আরও জোরদার করার সুপারিশ করা হয়।

বৈঠকে দেশের বিদ্যুৎ খাতের চলমান প্রকল্পগুলোর সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয় বলে বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে। বর্তমানে ৬৫২ মেগাওয়াট ক্ষমতার ১১টি রেন্টাল/কুইক রেন্টাল চালু রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০২৪ সালে এসব বিদ্যুৎ কেন্দ্র অবসরে যাবে।