ক্যাবল টিভি খাতে নীতিমালা প্রণয়নে ফিড অপারেটরদের অন্তর্ভুক্তির দাবি

ক্যাবল টিভি খাতে নীতিমালা প্রণয়ন ও সিদ্ধান্ত বাস্তবায়নে ফিড অপারেটরদের অন্তর্ভুক্ত করাসহ ৮ দফা দাবি জানিয়েছে ফিড অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। মঙ্গলবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানায়।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ক্যাবল টিভি খাতকে প্রযুক্তি ভিত্তিক শিল্প ঘোষণা করতে হবে; ক্লিন ফিড বাস্তবায়নে স্থানীয় পরিবেশককে নির্দেশ দিতে হবে; ফিড অপারেটরদের ব্যবসা পরিচালনায় ক্যাবল অপারেটদের সঙ্গে চুক্তি বাধ্যতামূলক করতে হবে; ডিজিটালকরণের আগে পে-চ্যানেলের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে; আন্ডার গ্রাউন্ড ক্যাবল বরাদ্দে এনটিটিএন প্রতিষ্ঠানগুলোকে মূল্য নির্ধারণসহ বরাদ্দ নিশ্চিতে উদ্যোগ নেওয়াসহ ক্যবল অপারেটর ফিড অপারেটরদের জন্য ব্যাংক এবং প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা দিতে হবে।

সংগঠনটি থেকে বক্তারা বলেন, আমাদের ন্যায্য দাবিসমূহ আলোচনা করে কার্যকর করার উদ্যোগ গ্রহণ করে আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ খাতটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনবে বলে আশা করি।