বাংলাদেশ-ভারত ৪র্থ যৌথ সাইক্লিং অভিযানের ফ্লাগ অফ অনুষ্ঠিত

বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনী আয়োজিত ৪র্থ যৌথ সাইক্লিং অভিযানের 'ফ্লাগ অফ' অনুষ্ঠিত হয়েছে। যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়াম থেকে সাইক্লিং অভিযানের যাত্রা শুরু হয়।

সোমবার (১৫ নভেম্বর) এর উদ্বোধন করেন যশোর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নূরুল অনোয়ার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

R-02প্রতিবেশী এ দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উৎকর্ষ সাধনে এই যৌথ সাইক্লিং অভিযান ২০২১ আয়োজিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর বিজয় গাথা এবং আত্মত্যাগের বিষয়টি সকলের মাঝে তুলে ধরেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোর সেনানিবাস থেকে শুরু হয়ে বাংলাদেশের ঝিনাইদহ-কুষ্টিয়া-মেহেরপুর-চুয়াডাঙ্গা জেলা ভ্রমণ করে অভিযানের দলটি দর্শনা স্থল সীমান্ত দিয়ে ভারতে ঢুকবে। পরবর্তীতে ভারতের কৃষ্ণনগর-রানাঘাট-কল্যাণী অতিক্রম করে কলকাতায় ‘ফ্লাগ ইন' অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

এ অভিযানের বিভিন্ন পর্যায়ে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাইক্লিং দলটি যাবে এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবে।R-01