X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৪, ১৯:৪৬আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৯:৫১

প্রতি বছরের মতো এবারও সমরাস্ত্র প্রদর্শনীতে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) অংশগ্রহণ করেছে। বিএমটিএফর ১৯টি ফ্যাক্টরির মধ্যে ১০টির উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শনীতে জনসাধারণের পরিদর্শনের জন্য উম্মুক্ত রয়েছে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিএমটিএফ অংশগ্রহণকারী ১০টি ফ্যাক্টরি হলো– ফুটওয়্যার ও লেদার ফ্যাক্টরি, আর্মি ফার্মা লিমিটেড, বিএমটিএফ লাইটস, পেপার প্যাকেজিং ফ্যাক্টরি, নম্বর প্লেট ও ইলেক্ট্রনিক এসেম্বলি শপ, বিএমটিএফ অ্যাপারেলস, স্টিল স্ট্রাকচার ম্যানুফ্যাকচারিং শপ, মেশিন শপ এবং সংযোজন শপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৪ মার্চ সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধনের পর বিএমটিএফর স্টল পরিদর্শন ও তাদের উৎপাদিত পণ্যের প্রশংসা করেন।

বিএমটিএফর ফুটওয়্যার ও লেদার ফ্যাক্টরির জুতা সেনাবাহিনী ছাড়াও, বাংলাদেশ পুলিশ, র‍্যাব, আনসার এবং কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থায় নিয়মিত সরবরাহ করা হয়। খোলাবাজারে এই ফ্যাক্টরির উৎপাদিত জুতা বিক্রি করা হচ্ছে। গুণগত মান এবং আরামদায়ক বৈশিষ্ট্যের জন্য এই জুতা বেশ সমাদৃত। আর্মি ফার্মা লিমিটেড ওষুধ উৎপাদন শুরু করতে যাচ্ছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা মিটিয়ে খোলাবাজারেও বিক্রি করা হবে।

মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য জনসাধারণের পরিদর্শনের জন্য উম্মুক্ত রয়েছে

বিএমটিএফর স্থানীয়ভাবে উৎপাদিত লাইট নিয়মিতভাবে বিভিন্ন সিটি করপোরেশনে সরবরাহ করা হয় এবং খোলা বাজারেও বিক্রি করা হয়। র‍্যাংক ব্যাজ এবং মেডেল ফ্যাক্টরি থেকে বিভিন্ন বাহিনীর জন্য ধাতব র‍্যাংক ব্যাজ সরবরাহ করা হয়। ঢাকা ম্যারাথনসহ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার মেডেল এই ফ্যাক্টরি সরবরাহ করছে।

বিএমটিএফর পেপার প্যাকেজিং ফ্যাক্টরির পণ্যগুলি মূলত রফতানিমুখী। পরিবেশবান্ধব হওয়ায় যুক্তরাষ্ট্র ও কানাডায় এই পণ্যগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। নম্বর প্লেট এবং ইলেক্ট্রনিক এসেম্বলি ফ্যাক্টরিতে ল্যপটপ সংযোজনের পাশাপাশি গাড়ির ডিজিটাল নম্বর প্লেট এবং স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড তৈরি করা হয়।

বিএমটিএফর মেশিন শপ লৌহার পণ্য তৈরি করে থাকে। এই ফ্যাক্টরির পণ্যগুলি পল্লীবিদ্যুৎ, ডেসকো এবং বাংলাদেশ বিমানসহ বিভিন্ন সংস্থায় সরবরাহ করা হয়। এছাড়াও বাংলাদেশ রেলওয়েসহ অন্য যেকোনও সংস্থার জন্য ভারী ও হালকা সব ধরনের লৌহার পণ্য সরবরাহ করে থাকে।

এই প্রদর্শনীতে রয়েছে মেশিন শপের নিজস্ব প্রযুক্তি এবং স্থানীয় কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত অপর একটি নতুন পণ্য ভার্টিপার্ক, যা একটি যান্ত্রিক দ্বিতল পার্কিং ব্যবস্থা। বিএমটিএফর সংযোজন শপের মাধ্যমে সেনাবাহিনীসহ যে কোনও সংস্থায় ভারী, মাঝারি বা হালকা যানবাহন সংযোজন করা হয়। সংযোজন শপে এ যাবত ৩ হাজারেরও বেশি অরুনিমা বলিয়ান সংযোজন করে বাংলাদেশ সেনাবাহিনীকে সরবরাহ করা হয়েছে, যা সেনাবাহিনীর মূল পরিবহন যানবাহন হিসাবে দেশে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহৃত হচ্ছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে গত ২৪ মার্চ থেকে চলছে এ সমরাস্ত্র প্রদর্শনী। পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে সাত দিনের এ প্রদর্শনীতে বিভিন্ন ধরনের সমরাস্ত্র জনসাধারণের প্রদর্শনের জন্য রাখা হয়েছে। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে ৩০ মার্চ পর্যন্ত। সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এ প্রদর্শনী চলছে।

/জেইউ/আরকে/আরকে/
সম্পর্কিত
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
যশোরে অস্ত্র-গুলিসহ আটক ৩
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিলো ছিনতাইকারীরা
যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিলো ছিনতাইকারীরা
সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
বৃষ্টির প্রার্থনায় নামাজ
বৃষ্টির প্রার্থনায় নামাজ
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস