‘জল, জলা, জঙ্গল ও কৃষি জমি সংরক্ষণ আইন’ বাস্তবায়নের দাবি

দেশের সকল জল, জলা, জঙ্গল ও কৃষি জমি সংরক্ষণের উদ্দেশ্যে অবিলম্বে এ সংক্রান্ত আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে ‘জল জলা জঙ্গল ও কৃষি জমি রক্ষা আন্দোলন’ নামের একটি সংগঠন। শনিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। 

এসময় সংগঠনের আরও দাবি জানান, কৃষি জমিকে অকৃষি কাজে ব্যবহার বন্ধ করতে হবে। ঢাকাসহ সারাদেশে খাল-বিল, নদী-নালা, হাওড়-বাওড়সহ সকল জল, জলা ও ভূমি দূষণমুক্ত ও পুনর্খনন করে পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। দেশীয় মৎস্য ও জলজ সম্পদ রক্ষা করাসহ ভারতের নিকট থেকে পানি ন্যায্য হিস্যা আদায় করতে হবে।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, বিশ্বের প্রতিটি দেশের প্রাকৃতিক স্বাভাবিক পরিবেশের জন্য দেশের মোট জমির ২৫ থেকে ৩৩ শতাংশ বন ভূমি থাকার প্রয়োজন, আমাদের আছে মাত্র ৮ দশমিক ২৫ শতাংশ। তাই এখনই প্রয়োজন আমাদের প্রাকৃতির আশীর্বাদ দেশের জল, জলা, জঙ্গল ও কৃষি জমি রক্ষা করার।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক সুফল সরকার, শ্রমিকনেতা ফয়েজ হোসেন, সাবেক ছাত্রনেতা নুরুর রহমান জাহাঙ্গীর, আব্দুল মজিদ মল্লিক, পরিবেশ কর্মী হারুনুর রশিদ, শ্রমিকনেতা বজলুর রহমান বাবলু, মৎস্যজীবী নেতা মো. হারুন আখন্দ ও কৃষক নেতা শিবলী আনোয়ারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।