রাজধানীতে পিকআপের চাপায় রেলওয়ে কর্মকর্তা নিহত

সড়ক দুর্ঘটনার প্রতীকি ছবিরাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের চৌরাস্তায় পিকআপ ভ্যানের চাপায় আ ন ম এনামুল হক (৫৫) নামে বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এনামুল রাজশাহী রেলওয়ের হিসাবরক্ষক হিসাবে কর্মরত ছিলেন। ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মোজাম্মেল হক বলেন, সন্ধ্যা সোয়া ৭ টার দিকে এনামুল সদরঘাট থেকে রিকশা যোগে ঢাকেশ্বরীতে বোনের বাসায় যাচ্ছিলেন। এসময় একটি পিকআপ ভ্যান তাকে বহনকারী রিকশাটিকে ধাক্কা দিলে পথচারী রেজাউল করিম নামে এক ব্যক্তি তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের বোন জনতা ব্যাংকের কর্মকর্তা দিলারা খানম ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের মর্গে এসে এনামুল হকের লাশ সনাক্ত করেন।
তিনি বলেন, রেলওয়ের কর্মচারীদের কাপড় কিনতে তিনি ঢাকায় আসছিলেন। সদরঘাটের কাজ শেষে করে তিনি আমার বাসায় যাচ্ছিলেন। এসময় নাজিমউদ্দিন রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল পরিবার নিয়ে রাজশাহীতেই থাকেন। তার দুই ছেলে রয়েছেন বলে জানান তার বোন তিনি।

 

/এআরআর/এআর/