প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিওভুক্তির দাবি

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের (প্রতিবন্ধী) জন্য নির্মিত দেশের এক হাজার ৫২৫টি বিদ্যালয়কে স্বীকৃতি ও এমপিওভুক্তিসহ ১২ দফা দাবি জানিয়েছে ডেফ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। শুক্রবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস’ উপলক্ষে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনটি থেকে আরও দাবি করা হয়, সব বধির প্রতিবন্ধীদের মাসিক ভাতা নিশ্চিত করাসহ বাক/শ্রবণ প্রতিবন্ধীর ভাতা ৭৫০ টাকা থেকে মাসিক ৬ হাজার টাকা পর্যন্ত করতে হবে। সরকারি-বেসরকারি অফিসে বধির প্রতিবন্ধীদের ১৫ শতাংশ কোটাভিত্তিক চাকরি নিশ্চিত করতে হবে।

আরও দাবি করা হয়, বাক/শ্রবণ প্রতিবন্ধীদের প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসনসহ কর্মক্ষম করে তুলতে হবে। প্রতিটি প্রতিবন্ধী বিদ্যালয়ে সরকারিভাবে ভবন নির্মাণ করাসহ বধিরদের বিনা পয়সায় আইনি সহায়তা দিতে হবে এবং প্রতিটি স্কুলে সাইন ল্যাঙ্গুয়েজ বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।

মানববন্ধনে ডেফ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক কামরুল হাসান সোহেলসহ অর্ধশতাধিক প্রতিবন্ধী উপস্থিত ছিলেন।