মুন্সিগঞ্জে অগ্নিকাণ্ড

দুই শিশুর পর বাবারও মৃত্যু, মা আইসিইউতে

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ চরমুক্তারপুর এলাকায় ‌‘গ্যাস লিকেজ’ থেকে বিস্ফোরণে লাগা আগুনে দগ্ধ হয়ে ভাই-বোন দুই শিশুর মৃত্যু পর তাদের বাবা চিকিৎসাধীন মো. কাওছারও (৩০) মারা গেলেন।

আজ শনিবার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
 
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন বলেন, ‘এ ঘটনায় দগ্ধ চার জনের মধ্যে এখন পর্যন্ত তিন জন মারা গেলেন এবং দুই শিশু সন্তানের মা আইসিইউতে চিকিৎসাধীন।

গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোরে মুন্সীগঞ্জের মোক্তারপুর এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় ‘গ্যাস লিকেজ’ থেকে বিস্ফোরণে আগুন লেগে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়। 

এ দুর্ঘটনায় মো. কাওছারের (৩০) শরীরের ৫৪ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়াও তার স্ত্রী শান্তা বেগমের (২৮) শরীরের ৪৮ শতাংশ, তাদের ছেলে ইয়াসিনের (৬) শরীরের ৪৪ শতাংশ ও মেয়ে নুহু আক্তারের (৩) শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়।